৩৫ হাজারে সেরা পিসি। 35k PC Build Guide BD 2023

35k pc build Guide BD

৩৫০০০ টাকায় সেরা Gaming + Video Editing + ALL Rounder পিসি বিল্ড করতে চান ? তাহলে দেখে নিন আমাদের 35K PC Build Guide 2023.

35K PC Build Guide Overview –

আপনাদের সুবিধার্থে শরুতেই বিলে দিচ্ছি এই পিসিতে কি কি Components ইউস করা হবে এবং তাদের দাম কেমন। প্রাইস সংগ্রহ করা হয়েছে Techland BD এর ওয়েবসাইট থেকে।


Components NamePrice
AMD Ryzen 5 5600G 6 Core 12 Thread Processor১২৫০০ টাকা
Asus TUF Gaming A520M-Plus Motherboard১১০০০ টাকা
PNY XLR8 GAMING 8GB DDR4 3200MHz RAM ২১০০*2= ৪২০০ টাকা
HP EX900 M.2 500GB NVME SSD২৯০০ টাকা
Antec META V350 350W PSU২৭০০ টাকা
Gamdias TALOS E3 Casing৩৫০০ টাকা
Total Cost =৩৬৮০০ টাকা
৩৫০০০ টাকায় সেরা পিসি বিল্ড গাইড লিস্ট।

কেন এই 35k PC Build গাইডটি সেরা ?

ওয়েল, বাংলাদেশের যত বড় বড় PC সেলার আছে, তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে, Proper Research করে এই Components List বানানো।

এবং আমি কোন দোকানদার বা কোন Product এর Importer না। সো আপনাদের Low Quality এর প্রডাক্ট সাজেস্ট করে আমার কোন লাভ নেই।

এছারা এই বিল্ড গাইডটি আমি নিয়মিত আপডেট করব। সো যখন ই মার্কেটে Better কোন অল্টারনেট আসবে, তখনই সাথে সাথে উপরের লিস্টটি আপডেট করে দেয়া হবে।

সো Overally উপরোক্ত কারনে ৩৫০০০ টাকায় এই পিসিটি বেস্ট Performance + Relaibilty + Looks এবং Value For Money অফার করবে।

Finally, কেন উপরের Components গুলো ইউস করলাম। এই পিসিটি দিয়ে কেমন পারফরমেঞ্চ পাবেন ? এই পিসিটি কারা কিনবেন? কারা কিনবেন না । সবকিছু বিস্তারিত নিচে আলোচনা করা হলোঃ

Processor –

এই বিল্ডে USE করা হয়েছে বাংলাদেশের জাতীও প্রসেসর AMD Ryzen 5 5600G। দাম ১২৫০০/ ১৩০০০ টাকার আশেপাশে।

Ryzen 5 5600G Processor
Ryzen 5 5600G Processor

কেন এই প্রসেসর টি চুজ করলাম ?

এই প্রসেসর সম্পর্কে সারাদিন লিখেও শেষ করা যাবেনা। গত ৩ বছর যাবত এই প্রসেসর মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে। শরুতে দাম ২৬/২৭ হাজার হলেও এখন দাম কমতে কমতে ১২৫০০ তে এসে থেমেছে।

এটি হচ্ছে একটি 6 Core, 12 Thread প্রসেসর। যেখানে Integrated Graphics হিসেবে Radeon Vega 7 পেয়ে যাবেন। এবং এর Base Frequency 3.9 GHz যেটা Upto 4.4 GHz পর্যন্ত উঠবে।

এই প্রসেসর দিয়ে DAY to DAY যত কাজ আছে একদম স্মুদলি করতে পারবেন। লাইক Internet Browsing, Movie দেখা, MS OFFICE এ কাজ করা ইত্যাদি।

এছারা 6 Core, 12 Thread থাকাতে Multi-Thread যেসব কাজে প্রয়োজন হয়, সেই Software গুলোও Easily ইউস করতে পারবেন।

Finally Vega 7 গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্স Intensive যেসব কাজ আছে লাইক গেমিং এবং ভিডিও এডিটিং সেগুলোও বাজেট বিবেচনায় বেশ ভালোভাবেই করতে পারবেন।

Motherboard –

মাদারবোর্ড হিসেবে বেস্ট হবে Asus Tuf সিরিজের A520M-Plus Motherboard। দাম ১১০০০ টাকা।

35k PC Motherboard
35k PC Motherboard

কেন এই মাদারবোর্ড টি চুজ করলাম ?

Asus Tuf সিরিজ হচ্ছে একটা MID Level Premium Series এর মাদারবোর্ড।

এবং এই বোর্ডে VRM এর উপর Small Heatsink পাবেন। যেটা Board এর থার্মাল পারফর্মেন্স বেটার করবে।

৪ টা রেম স্লট পাবেন। সো ফিউচারে রেম আপগ্রেড করতে চাইলে করতে পারবেন।

High Speed NVME SSD ইউস করতে পারবেন। সো পিসি সুপার ফাস্ট হবে।

এবং Overally মিড বাজেটে পারফেক্ট একটা মাদারবোর্ড এটা।

RAM –

রেম হিসেবে বেস্ট হবে PNY এর XLR8 GAMING 8GB DDR4 3200MHz RAM। দাম ২১০০ টাকা।

PNY 8GB RAM
PNY 8GB RAM

কেন এই RAM টি চুজ করলাম ?

এটা বাংলাদেশে গরিবের জাতিও রেম।

মাত্র ২১০০ টাকাতে 3200MHz এর এই DDR4 RAM টা ONE OF THE MOST CHEAPEST RAM ইন বাংলাদেশ।

Cheapest হলেও এটার পারফরমেঞ্চ এবং Reliability নিয়ে এখন পর্যন্ত কোনো Complain পাওয়া জায়নি।

এই রেমটি দিয়ে অসংখ্য মানুষ পিসি বিল্ড করেছে কোন সমস্যা ছারাই।

SSD –

এই বিল্ডে SSD হিসেবে বেস্ট হবে HP EX900 500GB NVME SSD  । এটার দাম ২৯০০ টাকা।

hp 500 gb nvme ssd
hp 500 gb nvme ssd

কেন এই SSD টি চুজ করলাম ?

এই SSD টি বাংলাদেশের Best Selling SSD এর একটি।

এর স্পিড পাবেন Write 1300 MBps  এবং Read 2100 MBps ।

পারফরমেন্স, রিলাইবিলিটি এবং স্পিড বিবেচনায় All rounder একটি SSD.

Power Supply –

PSU হিসেবে বেস্ট হবে Antec META V350 350W PSU । দাম ২৭০০ টাকা।

power supply
power supply

কেন এই PSU টি চুজ করলাম ?

Well, এই বিল্ডে যে Component টি চুজ করতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে সেটা হচ্ছে এই PSU.

এর কারন 5600G প্রসেসর টি যেহেতু খুব বেশি পাওয়ার হাংরি না । সেহেতু এই বিল্ড এ 350 Watt এর এই PSU টি More Than Enough.

বাট Drawback হচ্ছে আপনি এই PSU এর সাথে চাইলে Future এ কোন External GPU এড করতে পারবেন না।

সো আপনার যদি প্ল্যান থাকে ফিউচার এ GPU এড করবেন, তাহলে Intended GPU এর Recommended Wattage এর PSU নিতে হবে। সেক্ষেত্রে খরচ আরও ১৫০০ থেকে ২০০০ টাকা বাড়বে।

বাট GPU এড এর প্ল্যান না থাকলে এই বাজেটে এতাই বেস্ট।

Casing –

কেসিং কোনটা নিবেন সেটা Completely আপনার ইচ্ছা। এর সাথে পারফরমেঞ্চ এর তেমন কোন Direct সম্পর্ক নেই। বাট আমার Recommend থাকবে Gamdias TALOS E3 Casing টা । দাম পরবে ৩৫০০ টাকার আশেপাশে।

35k pc casing
35k pc casing

কেন এই CASING টি চুজ করলাম ?

Well, মাত্র ৩৫০০ টাকায় বেস্ট লুকিং প্রিমিয়াম কেসিং এটি। কেননা-

এটার সাথে ৩ টি pre-installed ARGB Fan পাবেন। সো পিসিতে ভাল এয়ারফ্লো থাকবে।

সামনে এবং সাইডে Tempered Glass থাকবে যেটা খুবি প্রিমিয়াম লাগে।

বিল্ড Quality এর দিক থেকেও বাজেট বিবেচনায় Top Notch একটি কেসিং।

Gaming Performance –

পিসিটির গেমিং পারফরমেঞ্চ নিচে দেয়া হলো-

Game NameSettingsAVG FPS
Valorant1080P MED60+
Resident Evil Village1080P Low30+
Counter-Strike: GO1080P Low120+
Grand Theft Auto 51080P MED60+
Fortnite1080P Low60+
30K PC Gaming Performance

সো Chart দেখেই বোঝা যাচ্ছে 5600G Processor টি Vega 7 Graphics সহ গেমিং এ অসাধারণ পারফরমেন্স অফার করছে।

Basically আপনি E-Sports গেম গুলো এই পিসিটি দিয়ে খুব স্মুদলি খেলত পারবেন।

Video Editing Performance –

পিসিটির ভিডিও এডিটিং পারফরমেঞ্চ নিচে দেয়া হলো-

পিসিটি দিয়ে Camtasia, Filmora, Capcut এগুলো একদম স্মুদলি USE করা যাবে।

Adobe Premiere Pro Use করতে পারবেন কিন্তু খুব হেভিলি না। অর্থাৎ – 5 থেকে 10 Minute এর ফুটেজ 1080P Res এ খুব বেশি লেয়ার এড না করলে একদম স্মুদলি Edit করতে পারবেন।

পিসিটি কারা কিনবেন ?

  • 35k বাজেটে যারা বেস্ট ALL-Rounder পিসি বিল্ড করতে চাচ্ছেন।
  • যাদের Workload মিডিয়াম লেভেল এর।
  • Modern Esports বা OLD AAA Game খেলবেন।
  • First Time পিসি বিল্ড করছেন যারা (অর্থাৎ Starting PC)
  • যারা Student আছেন এবং Coding করবেন।

পিসিটি কারা কিনবেন না ?

  • যারা Modern AAA Title এর গেম খেলতে চান।
  • যাদের মেইন প্রায়োরিটি ভিডিও এডিটিং, 3D এনিমেশন।
  • Heavy Workload যাদের।

Conclusion –

৩৫০০০ টাকা বাজেটে আমি মোটামুটি Confidently বলতে পারি, এটাই বেস্ট পিসি That You Can Buy.

গেমিং বলেন, এডিটিং বলেন OR রেগুলার Day to Day Usage বলেন। সব ফিল্ড এই অল-রাউন্ডার পারফরমেন্স অফার করছে পিসিটি।

সবশেষে আপনার বাজেট যদি ৩৫ হাজারে কম হয়, তাহলে আমাদের ৩০ হাজারে সেরা পিসি বিল্ড গাইডটি ফলো করতে পারেন। Thanks.

FAQ –

Yes, definitely. This 35k PC build guide has been made after doing hours of comprehensive research and market analysis by pc expert. So undoubtedly this is the best 35000 pc build guide you can follow.

Well Yes. At Least For now. This is the best Gaming PC you can get for under 35k in bd unless you are going with second hand Components.

Similar Posts