৩০ হাজারে সেরা পিসি। 3০k PC Build Guide BD 2023

Ryzen 5 5600G প্রসেসর দিয়ে মাত্র ৩০০০০ টাকায় সেরা পিসি বিল্ড করতে চান ? তাহলে দেখে নিন আমাদের এই 30K PC Build Guide 2023.
30k PC Build Guide Overview –
এই বিল্ডে Components হিসেবে যা যা থাকছে তার দাম সহ Chart দেয়া হলো-
Components Name | Price |
AMD Ryzen 5 5600G Processor | ১২৫০০ টাকা |
ASROCK A520M-HDV Motherboard | ৮৫০০ টাকা |
Kingston FURY Beast 8GB 3200MHz DDR4 RAM | ২৩০০ টাকা |
HP EX900 500GB NVMe SSD | ২৯০০ টাকা |
Antec META V350 350W Power Supply | ২৭০০ টাকা |
OVO E-335 DW Casing | ২৬০০ টাকা |
Total Cost = | ৩১৫০০ টাকা |
Conclusion –
এই পিসিটি ৩০ হাজার বাজেটে Unbeatable Performance অফার করবে। শুধু একটা recommendation থাকবে যে Future এ একটা Extra 8GB RAM এড করে নিবেন। তাহলেই এই পিসির Maximum Performance Extract করতে পারবেন।
এছারা এই বিল্ড গাইডটি আমি নিউমিত আপডেট করবো। সো নতুন ভাল কোন Options আসলে সেটা আপডেট করে দেয়া হবে।
সবশেষে আপনার বাজেট যদি ৩০ হাজারের নিচে হয় তাহলে আমাদের ২৫০০০ টাকার সেরা পিসি বিল্ড গাইডটি দেখতে পারেন।