২৫ হাজারে সেরা পিসি। 25k PC Build Guide BD 2023

২৫০০০ টাকায় Ryzen 5 5600G দিয়ে সুপার ফাস্ট একটা Gaming PC বিল্ড করতে চান ? দেখে নিন আমাদের 25k Budget (Gaming + Editing + Coding) PC Build Guide.
25k PC Build Guide Overview –
শরুতেই দেখে নেয়া যাক আমরা আমাদের এই বিল্ড টি তে কি কি কম্পোনেন্টস ব্যাবহার করব এবং তাদের দাম কেমন। প্রাইস সংগ্রহ করা হয়েছে Techland BD এর ওয়েবসাইট থেকে।
Components Name | Price |
AMD Ryzen 5 5600G Processor | ১২৫০০ টাকা |
Gigabyte A520M S2H MotherBoard | ৮০০০ টাকা |
PNY XLR8 GAMING 8GB DDR4 3200MHz RAM | ২১০০ টাকা |
HP EX900 M.2 250GB PCIe NVMe SSD | ২০০০ টাকা |
Value Top S200A PSU ( Included With Casing ) | ফ্রি ফ্রি ফ্রি |
VALUE-TOP VT-M200 Casing | ৩০০০ টাকা |
Total Cost = | ২৭৬০০ টাকা |
কেন এই পিসিটা সেরা ?
এখন কথা হলো ২৫ হাজার টাকার এই পিসিটাই কেন সেরা এবং এটা দিয়ে কি কি করতে পারবেন ? সাথে সাথে আপনাদের কিছু কমন প্রশ্নঃ
নিচে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়া হলো।
Processor –
এখানে Processor হিসেবে ব্যাবহার করা হয়েছে AMD Ryzen 5 5600G। এটার মার্কেট প্রাইস ১২৫০০ টাকা। NOTE: (দাম উঠানামা করে Frequently)

কেন এই প্রসেসর চুজ করা ?
5600G বাংলাদেশের জাতীও প্রসেসর। এটা লাস্ট ৩ বছর যাবত Top Selling প্রসেসর ইন বাংলাদেশ। এটার দাম শুরুর দিকে ২৫-২৬ হাজার ছিল। বাট এখন কমতে কমতে ১২৫০০ এ এসে থেমেছে।
এটি একটি 6 Core, 12 Thread প্রসেসর। যেটার সাথে আবার খুবই পাওয়ারফুল AMD Radeon Vega 7 Integrated Graphics পেয়ে যাবেন।
6 Core, 12 Thread হওয়ায় এটা দিয়ে DAY TO DAY লাইক Microsoft Office , Web Browsing, Coding, মুভি দেখা, YouTube এ ভিডিও দেখা, টুকটাক Photoshop একদম Easily and Smoothly করতে পারবেন।
সাথে Vega 7 গ্রাফিক্স আপনাকে গেমিং এবং ভিডিও এডিটিং এ বাজেট বিবেচনায় সুপারব পারফরমেন্স দিবে।
সো Ovearlly এই বাজেটে একদম ALL-Rounder একটা প্রসেসর এটা।
Motherboard –
মাদারবোর্ড হিসেবে ব্যাবহার করা হয়েছে Gigabyte A520M S2H MotherBoard মাদারবোর্ড । এটার দাম ৮০০০ টাকা

কেন এই মাদারবোর্ড টি চুজ করলাম ?
বাজেটের মদ্ধে বেস্ট Value For Money মাদারবোর্ড হচ্ছে A520M Series Motherboard গুলো।
এই মাদারবোর্ড টিতে ২টি Ram Slot থাকবে। যেটা ENOUGH। কারন, শুরতে আমরা শুধু একটি.৮জিবি RAM Stick ইউস করব। সো পরে UPGRADE করার দরকার হলে আরেকটি ফ্রি স্লট তো আছেই।
PCIe GEN 3 NVME SSD স্লট থাকবে। যেটাতে সুপার ফাস্ট স্টোরেজ ব্যাবহার করতে পারবেন।
এবং 3 Years Warranty সহ গিগাবাইট ব্রান্ড এর বেশ SOLID and REALIBLE একটি মাদারবোর্ড এটি।
RAM –
রেম হিসেবে USE করা হয়েছে PNY Brand এর XLR8 8GB RAM । এটার প্রাইস ২১০০ টাকা।

কেন এই RAM টি চুজ করলাম ?
বর্তমানে বাজারে Available অলমোস্ট সব RAM এই আপনি লাইফটাইম Warranty পাবেন। যদিও কিছুটা পেচ আছে এই LifeTime Terms টাতে।
মাত্র ২১০০ টাকাতে ৩২০০MHz এর এই DDR4 RAM টা মূলত বাজারের মধ্যে ONE OF THE MOST CHEAPEST RAM । বাট Cheapest হলেও এটার পারফরমেঞ্চ এবং Realibility নিয়ে এখন পর্যন্ত কোনো Complain পাওয়া জায়নি।
এছারা এই রেমটি দিয়ে অসংখ্য মানুষ পিসি বিল্ড করেছে কোন সমস্যা ছারাই। তাই বাজেট বিবেচনায় এটাই বাজারের সেরা রেম।
SSD –
SSD হিসেবে ব্যাবহার করা হয়েছে HP EX900 M.2 250GB । এটার দাম ২০০০ টাকা ।

কেন এই SSD টি চুজ করলাম ?
এটিতে আপনারা 1,300 MBps Write এবং 2,100 MBps Read স্পিড পাবেন।
যেটা আপনার পিসিকে খুব ধ্রুত অন করবে।
গেমের লোডিং টাইম কমাবে। Overally আপনাকে একটা সুপার ফাস্ট Experience দিবে পিসিতে।
Power Supply –
PSU হিসেবে এই বিল্ড এ ব্যাবহার করা হয়েছে Value Top S200A PSU । এটার দাম ১২০০ টাকা । কিন্তু Value Top M200 Casing এর সাথে এটি ফ্রিতে INCLUDE করা থাকে।

5600G প্রসেসর এর ডিফ্লট TDP 65 WATT । সো কোন ধরনের Power Limit Unlock না করলে আমাদের বিল্ড এর টোটাল System Load 100 Watt এর নিচে থাকবে ধরা যায়। সেক্ষেত্রে ২০০ ওয়াট এর এই PSU টা ENOUGH.
বাট বাজেট ভাল থাকলে আমি Recomend করবো একটা Dedicated PSU নেয়ার। সেটা সব থেকে বেস্ট হবে। ২৫০০-৪০০০ টাকা এক্সট্রা খরচ হবে সেক্ষেত্রে।
Casing –
আমাদের এই বিল্ডে Casing হিসেবে থাকছে VALUE TOP M200 কেসিং। দাম ৩০০০ টাকা ।

কেন এই CASING টি চুজ করলাম ?
প্রথমত এটার সাথে একটি ২০০WATT এর PSU ফ্রিতে পাওয়া যায় তাই।
২য়ত এটার সাথে ৩টি PRE-Installed FAN পাওয়া যায়। যেটা বেটার Airflow নিশ্চিত করে।
Design এর দিক থেকে বেশ Simple and Minimalistic মডার্ন লুকিং একটি Casing।
Gaming Performance –
পিসিটির গেমিং পারফরমেঞ্চ নিচে দেয়া হলো-
Game Name | Settings | AVG FPS |
Grand Theft Auto 5 | 1080P MED | 70+ |
Counter-Strike: GO | 1080P Low | 120+ |
Resident Evil Village | 1080P Low | 30+ |
Fortnite | 1080P Low | 60+ |
Valorant | 1080P Low | 60+ |
সো বলা যায় প্রাইস বিবেচনায় 5600G গেমিং এ অসাধারন পারফর্ম করে।
এক কথায় বললে এই পিসি দিয়ে আপনি ২০১৩ সালের আগের AAA Title এর Games গুলো 1080P RES এ Low/Med Settings এ 30 to 60 FPS AVG এ খেলতে পারবেন।
এবং Modern Esports গেম গুলো 1080P RES এ Med Settings এ 60 FPS AVG এ খেলতে পারবেন।
Video Editing Performance –
পিসিটির ভিডিও এডিটিং পারফরমেঞ্চ নিচে দেয়া হলো-
লাইট-ওয়েট Software যেমন – Camtasia, Filmora, Capcut এগুলো একদম স্মুদলি চলবে।
Premier Pro ইউস করা যাবে। কিন্তু খুব হেভিলি না। অর্থাৎ – 5 to 10 Minute এর ফুটেজ 1080P Res এ খুব বেশি লেয়ার এড না করলে একদম স্মুদলি Edit করতে পারবেন।
পিসিটি যারা কিনবেন –
পিসিটি যারা কিনবেন না –
Conclusion –
So, এই ছিল ২৫০০০ টাকা বাজেটে সেরা পিসি বিল্ড গাইড ২০২৩।
এখন আপনার বাজেট যদি ২৫ হাজারের কম হয় তাহলে আমাদের ২০ হাজারে সেরা পিসি বিল্ড গাইডটি ফলো করতে পারেন।
অন্যদিকে বাজেট যদি বাড়াতে পারেন তাহলে আমাদের ৩০ হাজারে সেরা পিসি বিল্ড গাইডটি ফলো করতে পারেন। ধন্যবাদ।