২০ হাজারে সেরা পিসি । 20k PC Build Guide 2023

২০০০০ টাকার মধ্যে সেরা পিসি বিল্ড করতে চান ? তাহলে দেখে নিন আমাদের এই আপডেটেড 20K PC Build Guide 2023.
20k PC Build Overview –
শরুতেই দেখে নেয়া যাক আমরা আমাদের এই বিল্ড টি তে কি কি কম্পোনেন্টস ব্যাবহার করব এবং তাদের দাম কেমন। প্রাইস সংগ্রহ করা হয়েছে Star Tech Ltd এর ওয়েবসাইট থেকে।
Components Name | Price |
AMD Athlon 200GE AM4 Desktop Processor | ৭০০০ টাকা |
MSI A320M-A Pro Max MotherBoard | ৭২০০ টাকা |
PNY XLR8 GAMING 8GB DDR4 3200MHz RAM | ২১০০ টাকা |
HP EX900 M.2 250GB PCIe NVMe SSD | ২০০০ টাকা |
Value Top S200A PSU ( Included With Casing ) | ফ্রি ফ্রি ফ্রি |
VALUE-TOP VT-M200 Casing | ৩০০০ টাকা |
Total Cost = | ২১৩০০ টাকা |
কেন এই PC Build টি সেরা ?
এখন আপনাদের মনে Question থাকতে পারে এই বিল্ড টাই কেন সেরা ? আরও মনে হতে পারে –
নিচে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়া হলো।
Processor –
এই বিল্ডে প্রসেসর হিসেবে ব্যাবহার করা হয়েছে AMD Athlon 200GE AM4 Desktop প্রসেসর। এটার দাম ৭০০০ টাকার আসেপাশে।

এটি একটি 2 Core, 4 Thread প্রসেসর, সাথে থাকবে VEGA 3 GPU। অর্থাৎ খুবই বেসিক লেভেল এর প্রসেসর। খুব বেশি পারফরমেঞ্চে এটা দিয়ে আশা করা যাবে না। কিন্তু বাজেট বিবেচনায় বেস্ট বলতে পারেন। কারন-
এটা দিয়ে মোটামুটি সব ধরনের অফিস কাজ লাইক Microsoft Office , Web Browsing, Coding, মুভি দেখা, YouTube এ ভিডিও দেখা, টুকটাক Photoshop, এর কাজ খুব সহজেই করতে পারবেন।
এছারা ভিডিও এডিটিং করতে চাইলে লাইট-ওয়েট Software দিয়ে করতে পারবেন। যেমন – Camtasia, Filmora ইত্যাদি।
ফাইনালি – Gaming এ এই প্রসেসর বেশ ভাল পারফরমেঞ্চ ডেলিভার করে। এই পোস্ট এর শেষের দিকে পিসিটির গেমিং পারফরমেঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এছারা প্রসেসরটি খুবই Power Efficient । মাত্র ৩৫ ওয়াট Deafult TDP। সো কারেন্ট বিল খুব কম আসবে।
Warranty: ৩ বছর।
Motherboard –
এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যাবহার করা হয়েছে MSI A320M-A Pro MAX মাদারবোর্ড । এটার দাম ৭২০০ টাকার আসেপাশে।

এটিতে ২ টি RAM Slot পাবেন যা এই বিল্ড এর জন্নে More Than Enough।
এছারা শরুতে একটি রেম ইউস করা হবে, সো পরে RAM আপগ্রেড করতে চাইলে সহজেই আরেকটি এড করে নিতে পারবেন।
এছারা PCIe GEN 3 NVME SSD সাপোর্ট পাবেন। যেটাতে সুপার ফাস্ট স্টোরেজ ব্যাবহার করতে পারবেন।
ফাইনালি, ওয়ার্ল্ড এর টপ ৩ মাদারবোর্ড ব্র্যান্ড এর মদ্ধে MSI একটি। সো মাদারবোর্ড নিয়ে নো চিন্তা ডু ফুরতি।
Warranty: ৩ বছর।
RAM –
এই বিল্ডে RAM হিসেবে ব্যাবহার করা হয়েছে PNY XLR8 GAMING 8GB DDR4 3200MHz রেম। এটার দাম ২১০০ টাকার আসেপাশে।

এটা বাংলাদেশে গরিবের জাতিও রেম হিসেবে পরিচিত। রেমটি কম দামে ভাল পারফরমেঞ্চ অফার করে দেখে Recently অনেক ফেমাস হয়েছে।
মাত্র ২১০০ টাকাতে ৩২০০MHz এর DDR4 RAM । রেম গুলোতে ভাল মানের হিটসিঙ্ক পেয়ে যাবেন, যা রেমকে ওভার হিটিং থেকে রক্ষা করবে। সাথে সাথে লুক্স ও প্রিমিয়াম করবে।
তাছারা লাইফটাইম Warrant তো থাকছেই।
Warranty: লাইফটাইম।
SSD –
এই বিল্ডে SSD হিসেবে ব্যাবহার করা হয়েছে HP EX900 M.2 250GB PCIe NVMe SSD । এটার দাম ২০০০ টাকার আসেপাশে।

এটিতে আপনারা Max Sequential Write: Up to 1,300 MBps এবং Max Sequential Read: Up to 2,100 MBps পেয়ে যাবেন।
Basically এই স্পিড এর মানে হচ্ছে Speed যত বেশি হবে আপনার পিসিটি তত ধ্রুত ON হবে, Games গুলো তত ধ্রুত লোড হবে, Software গুলো ধ্রুত ওপেন হবে। Overally আপনাকে একটা সুপার ফাস্ট Experience দিবে পিসিতে।
Warranty: ৩ বছর।
Power Supply –
PSU হিসেবে ব্যাবহার করা হয়েছে Value Top S200A PSU । এটার দাম ১২০০ টাকার আসেপাশে। কিন্তু Value Top M200 Casing এর সাথে এটি ফ্রিতে INCLUDE করা থাকে।

এটি একটি ২০০ ওয়াট এর পাওয়ার সাপ্লাই। যেহেতু, আমাদের এই বিল্ড টি একদম ই Power Efficient. তাই ২০০ ওয়াট এর এই PSU টি বাজেট অনুযায়ী পারফেক্ট।
তাছারা এই PSU টি অনেক পিসি বিল্ড এই সচারাচর দেখা যায়। তাই রিলাইবিলিটির দিক থেকেও বেশ স্টেবল একটি PSU.
Warranty: ২ বছর।
Casing –
Casing হিসেবে থাকছে VALUE-TOP VT-M200 কেসিং। এটার দাম ৩০০০ টাকার আসেপাশে।

Casing টি বাজেট পিসি বিল্ডারদের কাছে জাতিও কেসিং। এর কারন হচ্ছে –
মাত্র ৩ হাজারে ৩টি Pre-Installed Fan + ২০০ ওয়াট এর একটি PSU + Mesh Front (For Better Airflow) দিয়ে অসাধারন একটা ডিল এটি।
Warranty: No (কেসিং এ সাধারনত Warranty থাকে না)
Gaming Performance –
পিসিটির গেমিং পারফরমেঞ্চ নিচে দেয়া হলো-
Game Name | Settings | FPS |
VALORANT | 1080P Med | 60+ |
Dota 2 | 1080P Low | 60+ |
Fortnite Battle Royale | 720P Med | 30+ |
Star Wars Battlefront II | 720P Low | 30+ |
Counter-Strike: GO | 720P High | 60+ |
এছারা পিসিটি দিয়ে OLD SCHOOL গেম গুলো লাইক GTA Vice City, San Andreas, Dx-Ball, VCOP2 এগুলো খেলা যাবে।
অর্থাৎ এই পিসিটি দিয়ে ওল্ড গেমস এবং মডার্ন E-Sports গেম গুলো বেশ ভাল ভাবে খেলা যাবে। বাট AAA টাইটেল গেম এর জন্য এই পিসি না।
পিসিটি যারা কিনবেন –
পিসিটি যারা কিনবেন না –
Conclusion –
Ovearlly এই ছিল ২০০০০ টাকায় সেরা পিসি বিল্ড গাইড ২০২৩।
এখন আপনি যদি বাজেট বাড়াতে পারেন তাহলে আমাদের ২৫ হাজার টাকায় সেরা পিসি বিল্ড গাইডটি ফলো করতে পারেন। ধন্যবাদ।